ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ফেনীর দাগনভূঞা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ছিলোনিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন র্যাব-৭ সিপিসি-১ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জমিল ফাহিম।
নিহতরা হলেন মাদরীপুর জেলার রাজৈর উপজেলার আসাদ হাওলাদার ও ইমামুল আকন্দ (২৪)।
আজ বুধবার সকালে র্যাব কর্মকর্তা আরো বলেন, ‘রাতে র্যাবের অভিযানিক দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে দুজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আড়াইশ কেজি গাঁজা, একটি ওয়ান শুটারগান, পাঁচটি গুলি, আটটি গুলির খোসা ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা করেছে।’
নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান র্যাব-৭ সিপিসি-১ অধিনায়ক।