গণধর্ষণের অভিযোগে ছাত্রলীগ-ছাত্রদল নেতাকে গণপিটুনি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/05/photo-1444044716.jpg)
যশোরের চৌগাছা উপজেলায় স্কুলছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে আটক ছাত্রলীগ ও ছাত্রদল নেতাসহ তিনজনকে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। তাঁদের আহতাবস্থায় রোববার গভীর রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে আহত তিনজনসহ চারজনের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করা হয়। চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন জানান, গতকাল রোববার রাত ৮টার দিকে ওই স্কুল ছাত্রীর বাবা মামলা করেন। মামলায় আটক তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার চৌগাছা উপজেলা সদরের একটি স্কুলের মাঠ থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চৌগাছা পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক পারভেজ সানি, পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি উজ্জ্বল ও ছাত্রলীগকর্মী শিমুলকে আটক করে পুলিশ। ছাত্রলীগ নেতা পারভেজ সানির বাবা চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
এদিকে আটক ওই তিনজনকে গতকাল রোববার গভীর রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, আটকের সময় স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে তাঁরা আহত হয়েছেন। আটক তিনজনকে আজ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক।
এদিকে একই হাসপাতালে আজ (সোমবার) সকালে ওই স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলমগীর কবীর জানান, ৪৮ ঘণ্টা পর এ ব্যাপারে প্রতিবেদন দেওয়া হবে।
এদিকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজ সকালে চৌগাছার সব স্কুলের শিক্ষার্থীরা চৌগাছা সদরে মানববন্ধন করে।