খুলনায় প্রতিপক্ষের দায়ের কোপে ২ যুবলীগকর্মী আহত

খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ কার্যালয় ও ওয়ার্ড সভাপতি শওকত আলীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এ সময় দুজনকে কুপিয়ে আহত করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহত দুই যুবলীগকর্মীর একজনের নাম রিপন, অপরজনের নাম জানা যায়নি।
২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত আলী অভিযোগ করে বলেন, আজ বিকেল ৩টার দিকে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল শেরেবাংলা রোডে যুবলীগ কার্যালয় ও পাশে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েলের নির্বাচনী ক্যাম্পে যুবলীগের একটি পক্ষ হামলা চালায়। এ সময় তাদের দায়ের কোপে দুজন আহত হয়। নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতাদের ছবি কুপিয়ে বিনষ্ট করে।
এ ঘটনার পর পরই যুবলীগের ওয়ার্ড সভাপতি শওকত আলীর বাসভবনে গিয়েও হামলা চালায় প্রতিপক্ষরা।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।