সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

আলোচিত ট্রেন পোড়ানো মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাময়িক বহিষ্কৃত পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে মোকাদ্দেশ আলী আত্মসমপর্ণ করলে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাফরোল হাছান এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মীর রুহুল আমিন বাবু জানান, ২০১০ সালের ১১ অক্টোবর সদর উপজেলার সয়দাবাদ এলাকার মূলিবাড়ি রেলক্রসিংয়ের কাছে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা চলাকালে ট্রেনের ধাক্কায় সাতজন নিহত হয় এবং ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ট্রেন পোড়ানোর ঘটনায় হওয়া চারটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি মোকাদ্দেস আলী। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আজ আদালতে হাজির হয়ে প্রতিটি মামলায় জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিতি ও দায়িত্ব অবহেলার অভিযোগে ৬ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সিরাজগঞ্জ পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র এম মোকাদ্দেছ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।