আটক জেএমবি নেতা ‘গ্রেনেড বিস্ফোরণে’ নিহত

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ‘গ্রেনেড বিস্ফোরণে’ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখার প্রধান জাবেদ ওরফে তৌফিকুল ইসলাম নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে অক্সিজেনের কুয়াইশ সংযোগ সড়কের একটি বাড়িতে জাবেদকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, ওই বাড়ির একটি কক্ষ থেকে গ্রেনেড নিয়ে পুলিশকে দেওয়ার সময় জাবেদের হাতে সেটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হামিদ বলেন, বোমা বিস্ফোরণে জাবেদের গলা থেকে বুক পর্যন্ত ঝলসে যায়।
ডিবি জানায়, গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে জেএমবির সামরিক শাখার প্রধান জাবেদ ও তাঁর সহযোগী কাজলকে আটক করা হয়। পরে জাবেদের স্বীকারোক্তির ভিত্তিতে সন্ধ্যায় কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়ার পাঁচতলাবিশিষ্ট লাল মিয়া টাওয়ারের নিচতলায় অভিযান চালানো হয়। সেখান থেকে ফুয়াদ, মাহাবুব ও সুজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি আরো জানায়, ওই কক্ষ থেকে নয়টি হ্যান্ডগ্রেনেড, একটি পিস্তল, ১২০টি গুলি, ১০টি ধারালো অস্ত্র ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।