চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে শহরের কল্যাণপুর এলাকার হর্টিকালচার সেন্টারের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন জেলার গোমস্তাপুর উপজেলার কয়লার দিয়াড় গ্রামের মিজানুর রহমান পলাশ (৩২) ও কলেজপাড়া মহল্লার মশিউর রহমান পপেল (৩১)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আজ সকালে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের উদ্দেশে রওনা দেন মিজানুর রহমান পলাশ ও মশিউর রহমান পপেল। পথে হর্টিকালচার সেন্টারের সামনে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পলাশ ও পপেল।
এদিকে এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রায় আধ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালক পালিয়ে গেলেও এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।