বগুড়ায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

বগুড়া শহরের মানিকচক বাজার এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে নিহত শিশুটির বাবাসহ দুজন। বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার শাখারিয়া গ্রামের সামিউলের ছেলে ইব্রাহীম (৫), কর্ণপুর গ্রামের জয়নালের ছেলে ছাবেদ আলী (৪০) ও শফিউল আলমের ছেলে সজীব আহমেদ (২৩)। দুর্ঘটনায় সামিউল আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আজিজ মন্ডল জানান, আজ রাত ৮টার দিকে মাটিডালি মোড় থেকে যাত্রী নিয়ে কর্ণপুর গ্রামে যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। পথে মানিকচক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী সজীব আহমেদ নিহত হয়। আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহীম ও ছাবেদ আলীর মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ইব্রাহিমের বাবা সামিউলসহ দুজনের চিকিৎসা চলছে।