দৌড়ে ওঠার চেষ্টা, পা ফসকে বাসের নিচে

দৌড়ে উঠতে গিয়ে পা ফসকে বাসের চাকায় পিষ্ট হয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মানিকগঞ্জের বরংগাইল-ঘিওর-দৌলতপুর সড়কের ছোট বরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুর রহমান (৩০) পাশের দৌলতপুর উপজেলার মালিথা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনার পর পরই উত্তেজিত জনতা বাসটি আটক করে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
নিহতের স্বজনরা জানায়, মহিদুর কেনাকাটা করতে ঘিওর হাটে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তিনি দৌলতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভিলেজ লাইন বাসে দৌড়ে ওঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে নিচে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা মহিদুরকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় উত্তেজিত জনতা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ধাওয়া করে বরংগাইল এলাকায় বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুন্নাহার বন্যা জানান, এখানে আনার আগেই মহিদুর মারা যান। এ কারণে তাঁকে কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। স্বজনরা লাশ নিয়ে গেছেন বলেও জানান তিনি।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সর্দার জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে শনাক্ত করে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।