ঘুষ ছাড়াই ভূমিসেবা মেলে যেখানে

ভূমি ব্যবস্থাপনার অফিস মানেই যেন ভোগান্তি। এর প্রতিটি ধাপে অনিয়ম, দুর্নীতি আর হয়রানির শেষ নেই। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে ঘুষ দেননি কিংবা কোনো ধরনের হয়রানির শিকার হননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্যমতে, ভূমি অফিসের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর অসততার কারণে লোকজনকে জমি সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত হতে হয় প্রতিনিয়ত। তারা বলছে, উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় ভূমিদস্যুরা জমির প্রকৃত রেকর্ড নষ্ট করে ফেলে কিংবা পাতা ছিঁড়ে ফেলে। ঘুষের বিনিময়ে পরিবর্তন করা হয় খতিয়ান। এতে দুর্ভোগে পড়তে হয় সেবাপ্রার্থীদের।
তবে, এ ক্ষেত্রে ব্যতিক্রম রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিস। যেখানে হয়রানি কিংবা উৎকোচ ছাড়া সহজেই মিলছে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা। জনগণের ভোগান্তি লাঘবে পবা উপজেলা ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনা দেখে পরিদর্শন বইতে সন্তুষ্টির কথা লিখে গেছেন স্বয়ং মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া। আর এই অফিসের অনুকরণে বিভাগের ৬৭টি উপজেলা ভূমি অফিসকে সাজানোর ঘোষণা দিয়েছেন বিভাগীয় কমিশনার।
শরিফুজ্জামান রয়েলের ক্যামেরায় রাজশাহী থেকে শ. ম সাজুর পাঠানো ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত :