সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে নিহত ১, আহত ৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় সিএনজি, নছিমন ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে এক সিএনজিচালক নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত সিএনজিচালক হাতেম আলী (৪০) সলঙ্গা থানার চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, বুধবার দুপুরে উল্লাপাড়া বাজার থেকে একটি নছিমন সিরাজগঞ্জ রোডে আসছিল। নছিমনটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা মারে। একই সময় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স সিএনজি অটোরিকশাকে আবারো ধাক্কা মারলে সিএনজিতে থাকা চালক ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় নছিমনে থাকা পাঁচ ন আহত হন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।