বিদেশি হত্যায় বিএনপি-জামায়াত-জেএমবি : তথ্যমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/08/photo-1444289760.jpg)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দুই বিদেশি নাগরিককে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপি-জামায়াতের বিগত সময়ের কর্মকাণ্ডের ধারাবাহিকতায়ই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদকর্মীদের কাছে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
ইনু বলেন, ‘দেশকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে আগেও তারা (বিএনপি-জামায়াত) দেশে নাশকতা চালিয়েছে। সেসব ঘটনায় সফল হতে না পেরে তারা ভিন্নপথ বেছে নিয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গোয়েন্দা সংস্থা এর রহস্য উদঘাটনে কাজ করছে। তদন্তের পরই বোঝা যাবে, এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিএনপি, জামায়াত ও জেএমবির সংশ্লিষ্টতা রয়েছে এ ঘটনায়।’
এর আগে তথ্যমন্ত্রীর হাতে গ্রামীণফোনের সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সাইবার অপরাধ দমনে কাজ করছে গ্রামীণফোন।