‘আ.লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে’

আওয়ামী লীগ দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের নামে তামাশা করে আওয়ামী লীগ আজ গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের পর তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে।’
আজ বুধবার দুপুরে বগুড়া শহরতলীর এক হোটেলে সদর আসনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ঠাকুরগাঁও থেকে সড়ক পথে ঢাকা ফেরার পথে সেখানে যাত্রাবিরতি করেন তিনি। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘তাই এখন বৃহত্তর ঐক্য গড়ে তুলে সংগ্রামের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
বিএনপির সংকটকালে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলের মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না করে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশ আজ গভীর সংকটে পড়েছে। ভয়াবহ দুর্বৃত্তায়নের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও গোলাম মোহাম্মদ সিরাজ।