চাঁপাইনবাবগঞ্জে গুলশানে হামলার আসামি গ্রেপ্তার

হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার আসামি জেএমবি নেতা মো. শরিফুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে নাহিদ ওরফে আবু সুলাইমানকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল-মহিপুর সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারের পর শরিফুলকে ঢাকায় পাঠানো হয়।
র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে তিনটার দিকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়। শরিফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। শরিফুল দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিল।
হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে গত ২২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনায়ণপুরে অভিযান চালায় র্যাব। সেখানকার ১৫টি বাড়িতে তল্লাশি চালিয়ে হলি আর্টিজান হামলা মামলার কাউকে আটক করা যায়নি। সেদিন র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে যায় বলে জানানো হয়।