স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা, কেয়ারটেকারকে ছুরিকাঘাত

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি বাড়িতে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় ওই বাড়ির একজন কেয়ারটেকারকে ছুরিকাঘাত করা হয়েছে।
আজ রোববার সকালে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা গণমাধ্যমকে বলেন, ‘গতকাল গভীর রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হয়, দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করেছে।’
‘প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রী বাড়িতে খামার করে বসবাস করতেন। সেখানে গবাদিপশু দেখাশোনাসহ অন্যান্য কাজের জন্য একজন কেয়ারটেকার ছিলেন। তিনিও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।’
কেয়ারটেকারকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর জ্ঞান ফিরলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে ধারণা করছেন ওসি শাহজাহান পাশা।
নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।