দেশকে অস্থিতিশীল করতেই বিদেশি হত্যা : নৌমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, একসময় যারা মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তারাই বিদেশিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়।
আজ শুক্রবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় নদী রক্ষা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শাজাহান খান।
এ সময় নৌমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা জঙ্গিবাদ নির্মূলের কথা বলেন, আগে জামায়াতকে ত্যাগ করুন। তারপর জঙ্গিবাদ নির্মূলের কথা বলুন।’
নৌমন্ত্রী আরো বলেন, দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির দিন ঘনিয়ে আসায় একটি মহল দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তারা শেষ পর্যন্ত সফল হতে পারবে না।
রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম। রাজশাহী বিভাগের আটজন জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক সকাল সাড়ে ৮টার দিকে চারঘাট স্লুইচ গেট এলাকায় এলে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সরদহ ইউপির চেয়ারম্যান হাসানুজ্জামান মধুসহ যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন।
এ সময় চারঘাট উপজেলায় পদ্মার শাখা নদী বড়ালে অবাধ পানিপ্রবাহের ব্যবস্থা এবং বিআরটিসি ডবল ডেকার বাস সার্ভিস চালুর দাবি জানান নেতারা।
অবাধ পানিপ্রবাহের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নৌপরিবহনমন্ত্রী। এ সময় রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ও চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ উপস্থিত ছিলেন।