হাকিমপুরে ২৫টি ভারতীয় গরু আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা সীমান্ত এলাকা থেকে ২৫টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে এক অভিযানে অবৈধপথে আসা গরুগুলো আটক করা হয়।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার সিরাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে মংলা বিওপি ক্যাম্পের অধীনের সীমান্তের ২৮৭ নম্বর পিলারের ৬-৭ নম্বর সাব সীমানা পিলারের পাশ দিয়ে ভারতীয় চোরাকারবারিরা ২৫টি গরু বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। এ সময় উপজেলার দেবখণ্ডা গ্রামের কয়েকজন ব্যক্তি সেখান থেকে গরুগুলো বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই গ্রাম থেকে গরুগুলো আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। দুপুরের দিকে আটক করা ২৫টি ভারতীয় গরু হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
এ ব্যাপারে জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমি জানান, ভারত থেকে অবৈধপথে গরুগুলো দেশে পাচার করা হয়েছে। যারা গরুর দাবিদার তাঁরা কেউই গরুর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। ফলে ভারতীয় ২৫টি গরু আটক করা হয়, যার মূল্য প্রায় ১৯ লাখ টাকা।