টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ছবি : এনটিভি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে বিজিবির এক অভিযানে এসব উদ্ধার করা হয়।
টেকনাফে বিজিবির ২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, হোয়াইক্যং ইউনিয়নের জাফরের লবণ মাঠের ওপর দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান ঢুকবে, এমন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একদল লোক সন্দেহজনকভাবে একটি বস্তা নিয়ে আসার সময় বিজিবি সদস্যরা তাদের থামার জন্য বলে। তারা বস্তাটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা পরবর্তী সময়ে ধ্বংস করা হবে।
উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকা বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী।