সুন্দরবনে চামড়া ও মাথাসহ হরিণের মাংস উদ্ধার

পশ্চিম সুন্দরবনের কালীর খাল এলাকা থেকে সোমবার দুটি চামড়া, দুটি মাথাসহ ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছ কোস্ট গার্ড। ছবি : এনটিভি
সুন্দরবনের পশ্চিম অংশে খাল এলাকা থেকে দুটি চামড়া, দুটি মাথাসহ ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার রাতে সুন্দরবনের কালীর খাল এলাকা থেকে ওই চামড়া, মাথা ও মাংস উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গতকাল রাতে কালীর খাল এলাকায় একদল চোরাশিকারি অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন কৈখালী স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা। সে সময় তাদের উপস্থিতি টের পেয়ে বনের গহীনে পালিয়ে যায় শিকারীরা।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে হরিণের দুটি চামড়া, দুটি মাথা ও ১০ কেজি মাংস উদ্ধার করা হয় বলে জানান আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্ধার করা চামড়া, মাথা ও মাংস রাতেই কৈখালী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।