মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালককে স্ট্যান্ড রিলিজ

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) পদ থেকে সদ্য স্ট্যান্ড রিলিজ পাওয়া প্রণব কুমার রায়। ছবি : সংগৃহীত
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) প্রণব কুমার রায়কে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত নিয়োগ সংক্রান্ত এক বদলি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
গত ৩০ জানুয়ারি সংশ্লিষ্ট দপ্তর থেকে বদলির এ আদেশ কপি ইস্যু করা হলেও আজ মঙ্গলবার তা হাতে পায় বন্দর কর্তৃপক্ষ। আদেশ কপিতে প্রণব কুমার রায়কে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অর্থ উপদেষ্টা হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
এদিকে মোংলা বন্দরের ইতিহাসে এই প্রথম কোনো কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হলো বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।