রাজশাহীতে দুই বাড়িতে আগুন, দগ্ধ ১

রাজশাহী মহানগরীতে আগুনে পুড়ে গেছে দুটি বাড়ি। এতে জলেনা বেগম (৩০) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ জলেনা বেগম ওই এলাকার বাসিন্দা জিনারুলের স্ত্রী। জলেনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত জলেনা বেগম জানান, চরের কাশফুলের গাছ কেটে বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিল। এগুলো মূলত পানের বরজের বেড়ার কাজে ব্যবহার করা হয়। দুপুরে কে বা কারা তাতে আগুন ধরিয়ে দেয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাঁর ও প্রতিবেশী মনসুরের ঘরে লাগে। এতে দগ্ধ হন তিনি। খবর পেয়ে রাজশাহী সদরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সময় ঘরের ফ্যান খুলতে গিয়ে ময়না (৪৫) নামে অপর এক নারী আহত হন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।