রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ১

রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামেদ মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর বড় বনগ্রাম বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত মণ্ডলের ভাগ্নে মফিজুল ইসলাম জানান, তাঁর মামা সামেদ মণ্ডল বড় বনগ্রাম এলাকায় সিটি বাইপাস রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে সামেদ মণ্ডল গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।