শ্রমিক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ভবনের ছাদ থেকে নিচে ফেলে নির্মাণ-শ্রমিক মিকরেল হত্যার সঙ্গে জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে দালান-নির্মাণ শ্রমিকরা।
গতকাল রোববার সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে অভিযোগ করা হয়, পাওয়ানা টাকা চাইতে গেলে শ্রমিক মিকরেলকে গত ২৩ সেপ্টেম্বর ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয় শহরের বানিয়াবাজার এলাকার মজিবুর রহমান ও তার ছেলেরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর মারা যায় গুরুতর আহত মিকরেল । এ ঘটনায় অভিযুক্ত আসামীদের অবিলম্বে গ্রফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, এসময়ের মধ্যে আসামীরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মশিয়ুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম জাবেদুল,সাধারণ সম্পাদক আতাহার আলী, নিহতের স্ত্রী সাদিয়া বেগম ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাবৃন্দ।