রাজা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জাতীয় পার্টির নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান রাজার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেদার ইউপি জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান বাচ্চু, কেদার ইউপি চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবির রাশেদ, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আবদুল জলিল সরকার, নিহত রাজার ছোট ভাই আজিজুর রহমান রানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী ১৭ অক্টোবরের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বড় আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে এলাকার গাবতলা বাজার থেকে মাদারগঞ্জে বাড়ি যাওয়ার পথে জোড়াদীঘিতে খুন হন আতিকুর রহমান রাজা। দুর্বৃত্তরা তাঁকে হাত-পায়ের রগ কেটে ও শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত আতিকুর কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমানের খালাতো ভাই। তিনি গত নির্বাচনে বল্লভেরখাস ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ।