চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ওই অগ্নিকাণ্ডের পেছনে সরকারি সংস্থাগুলোর কার কী অবহেলা ছিল, তা খতিয়ে দেখতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত কমিটি। আজ শুক্রবার সকালে ওই তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
ওই তদন্ত কমিটিরই সদস্য লালবাগ জোনের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান জানিয়েছেন মামলা দায়েরের কথা। বৃহস্পতিবার রাতে চকবাজার থানায় মামলাটি দায়ের করা হয়।
উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত কারণে মৃত্যুর একটি মামলা করেছে। তদন্তে যাদের অবহেলা পাওয়া যাবে, তাদের নাম দিয়ে চার্জশিট তৈরি করা হবে।’
কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি সংস্থাগুলোর কার কী দায়িত্ব ছিল, কে কী অবহেলা করেছে, সে বিষয়টি খতিয়ে দেখব আমরা। পাশাপাশি অগ্নিকাণ্ডের উৎস খুঁজে বের করব।’
সাংবাদিকদের করা একটি প্রশ্নের উত্তরে প্রদীপ রঞ্জন বলেন, ‘আপনারা নিশ্চিত থাকেন, এই তদন্ত কমিটির তদন্ত আলোর মুখ দেখবে।’
কমিটির অন্য সদস্যরা হলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলার জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি (যুগ্ম সচিব পর্যায়ের)।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস, কারণ ও সার্বিক বিষয় সরেজমিনে তদন্তপূর্বক সাত দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করতে হবে।