সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ‘বনদস্যু’ নিহত

সুন্দরবনে র্যাবের অ্যাকশন। পুরোনো ছবি : এনটিভি
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলার) জোংড়া এলাকায় র্যাব-৮-এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চার বনদস্যু নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে বনের জোংড়া খালে বনদস্যু আলিম বাহিনীর সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোংলার সিগন্যাল টাওয়ারের দক্ষিণ চরের আবদুল আউয়ালের ছেলে আবদুল আলিম (২৫), আবজাল হাওলাদারের ছেলে রাজু (২২), আলতাফ হাওলাদারের ছেলে সোহেল (৩০) ও রুবেল (২৫)।
ঘটনাস্থল থেকে কী পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেনি র্যাব।