১৬ ক্যাডারের বেতন বিলে ইউএনও স্বাক্ষরের প্রতিবাদে স্মারকলিপি

উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৬ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে ঘোষিত জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালের দাবি জানানো হয়।
মাদারীপুর সদর উপজেলার ১৬ দপ্তরের ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তারা সোমবার বেলা ১টার দিকে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাছিমের কাছে এই দাবি জানিয়ে স্মারকলিপি দেন।
কর্মকর্তারা স্মারকলিপিতে আরো জানিয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মানি ভাতার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর বাতিল, নিজ নিজ ক্যাডারের সর্বোচ্চ পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ পদে নিজ নিজ ক্যাডারের পদোন্নতি নিশ্চিত করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল জব্বার হাওলাদার, সহসভাপতি উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এস ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাদের সরদার, সাধারণ সম্পাদক এলজিইডির উপজেলা নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, সদস্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কাজী রিয়েলসহ ১৬ দপ্তরের ক্যাডার ও নন-ক্যাডারের কর্মকর্তারা।
পরে সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাছিম তাঁদের সব দাবিদাওয়া সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দেন।
ক্যাপশন
দাবি আদায়ে সোমবার মাদারীপুর সদর উপজেলার ১৬ দপ্তরের ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তারা। ছবি : এনটিভি