বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রোববার (১১ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, সরকারি ছুটির কারণে আজ রোববার বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাকের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে ভারতীয় যেসব খালি ট্রাক বন্দর এলাকায় রয়েছে, সেগুলো ফিরে যেতে পারবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান বলেন, ছুটির কারণে আজ পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (১২ মে) সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, বন্দর দিয়ে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলছে। পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।