প্রয়োজনে যুদ্ধ করব, তবু মিটমাট হবে না

আগুনসন্ত্রাসী ও জঙ্গিবাদীদের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বিএনপির উদ্দেশে বলেছেন, প্রয়োজনে যুদ্ধ করতে হলে যুদ্ধ করব, কিন্তু কোনো মিটমাট হবে না। তাদের সঙ্গে মিটমাট করা মানে জঙ্গিদের কাছে দেশকে ইজারা দিয়ে দেওয়া বলে মন্তব্য করেন তিনি।
সোমবার বিকেলে রাজশাহী নগরীর গণকপাড়ায় অনুষ্ঠিত জাসদের এক জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
রাজশাহী মহানগর জাসদের সভাপতি মজিবুল হক বকুর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে রাজশাহী মহানগর জাসদের সহসভাপতি শাহরিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুম আহমেদ টুকু বক্তব্য দেন।
খুনিদের সঙ্গে, দানবের সঙ্গে কোনো আলোচনা নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমি ইনু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনিদের সাথে কোনো আপস করি না। ২০১৯ সালে আবারও নির্বাচন হবে, কারো বাপের সাধ্য নাই নির্বাচন বন্ধ করার।’
তথ্যমন্ত্রী বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধী, জঙ্গিবাদি এবং ২১ আগস্টের খুনিদের সাথে কোনো আপস নাই। যারা দেশে সন্ত্রাস সৃষ্টি করতে চায়, অরাজকতা সৃষ্টি করতে চায়, আগুন দিয়ে মানুষ পোড়ায়— সেসব খুনির সাথে কোনো মিটমাট হবে না।’
খালেদা জিয়া নিজেই স্বাভাবিক রাজনীতির পথ ত্যাগ করে অস্বাভাবিক পথ দেখছেন উল্লেখ করে ইনু বলেন, ‘তিনি নির্বাচনে জিতলেও কারচুপির কথা বলেন, হারলেও কারচুপির কথা বলেন। খালেদা জিয়াকে নির্বাচনের কথা, সংলাপের কথা বলা হয়েছে। উনি সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবু নির্বাচন হয়েছে। তিনি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছেন। এখন তিনি সংলাপের কথা বলছেন, মিটমাটের কথা বলছেন।’
দেশে কোনো জঙ্গিবাদি সন্ত্রাসীদের আশ্রয়স্থল গড়ে তুলতে দেওয়া হবে না জানিয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আমরা মহাজোট সরকার নানা চক্রান্তের ভিতরেই উন্নয়নের চাকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই রাজশাহীর যাবতীয় উন্নয়নও হয়েছে আমাদের সরকারের আমলে। সাবেক মেয়র লিটনের হাত ধরে।’
জাসদ সভাপতি বলেন, দেশে যখন সাকা চৌধুরী, নিজামীসহ যুদ্ধাপরাধীদের বিচার চলছে, তখন খালেদা জিয়া চুপ করে আছেন। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার ডানে জঙ্গি, বামে যুদ্ধাপরাধী, পেছনে আগুন সন্ত্রাস। তাই দেশের মানুষ আপনাকে বর্জন করেছে। এখন যেখানে বসেই ষড়যন্ত্র করুন, লাভ হবে না।’
তথ্যমন্ত্রী বলেন, সংলাপ হয় মানুষের সঙ্গে মানুষের। মানুষের সঙ্গে দানবের কোনো সংলাপ হতে পারে না। বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে দানবের দলে পরিণত হয়েছে।