‘প্রহসনের নির্বাচন করে রাষ্ট্রক্ষমতা দখলে নিয়েছে আ. লীগ’

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে আনা হবে।’ তিনি আরো বলেন, ‘প্রহসনের নির্বাচন করে রাষ্ট্রক্ষমতা দখলে নিয়েছে আওয়ামী লীগ।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ড. কামাল হোসেন। ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
আলোচনা সভার প্রধান অতিথি ড. কামাল হোসেন বলেন, ‘যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু; তার থেকে বহুদূরে সরে গেছে আওয়ামী লীগ। প্রহসনের নির্বাচন করে দখলে নিয়েছে রাষ্ট্রক্ষমতা।’
ড. কামাল হোসেন বলেন, ‘এ দেশটা আমাদের সকলের। ঐক্যবদ্ধ হয়ে আমরা তা দখলে নেব। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেব। সংবিধানের মধ্য দিয়ে দেশকে শাসন করব। যে ঐক্যের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সেই ঐক্যের ভিত্তিতে এ দেশকে আমরা শাসন করব। জনগণ এ দেশে মালিকের ভূমিকা অবশ্যই রাখবে।’
ঐক্যফ্রন্টের শরিকদল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানুষ দেখিয়ে দিয়েছে গতকাল অনুষ্ঠিত মেয়র নির্বাচনে। সমস্ত পত্রিকা লিখেছে ভোটকেন্দ্র শূণ্য, ভোটের প্রতি মানুষের অনাগ্রহ, মানুষ ভোট করতে চায় না। মানুষ বলেছে, বুঝিয়ে দিয়েছে তোমরা ভোট ডাকাত, তোমাদের অধীনে ভোট করতে চাই না। তাই ভোট দেয়নি।’
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘২৯ ও ৩০ শে ডিসেম্বর সরকার জনগণকে অপমান করেছে। আর গতকাল জনগণ সরকারের গালে থাপ্পড় মেরেছে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ একটি স্বৈরাচারের দল। কোন স্বৈরাচার সরকার থাপ্পড়ে বিদায় হয় না। তাদেরকে বিদায় করাতে হবে।’