যশোরে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, আটক ১

যশোরে অপহৃত মাদ্রাসাছাত্র আব্দুর রহমান শিবলিকে (১১) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে খাইরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল সোমবার কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে শিবলিকে উদ্ধার করা হয়। পরে রাত ২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ধাবদি গ্রাম থেকে খাইরুলকে আটক করা হয়।
শিবলি যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল জামে মসজিদের মুয়াজ্জিন শরিফুল ইসলামের ছেলে। আটক খাইরুল আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, গত রোববার শিবলিকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। অপহৃতের বাবা ওই নম্বরে বিকাশ করে ছয় হাজার টাকা পাঠান।
গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ায় শিবলিকে ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। যে নম্বরে বিকাশ করা হয়েছিল সেই নম্বরটির সূত্র ধরেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে খায়রুলকে আটক করা হয়।
তবে আটক খাইরুল ইসলাম গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি নির্দোষ। মাঠে কৃষিকাজ করেন। তাঁকে কেন আটক করা হয়েছে, তা তিনি জানেন না।