লক্ষ্মীপুরে অস্ত্রসহ একজন আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/14/photo-1444768711.jpg)
লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার রিয়াজ উদ্দিন বাবু। ছবি : এনটিভি
লক্ষ্মীপুরে রিয়াজ উদ্দিন বাবু (২০) নামের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-১১ সিপিসি লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এএসপি আলেপ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী এলাকায় অভিযান চালায়। এ সময় মান্দারীর ৪ নম্বর ওয়ার্ড খলিল ভূঁইয়া মার্কেটের দক্ষিণ পাশে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর সময় রিয়াজ উদ্দিন বাবুকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়।
আটক বাবুর বাড়ি সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে। তাঁর বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।