চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় সাইকেলআরোহী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বালিভর্তি ট্রাকের চাপায় রজব আলী (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কলাবাড়ি ভাইমারা খালের পাশে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রজব আলী কলাবাড়ি গ্রামের মরহুম রবজেল শেখের ছেলে।
দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম জানান, সকালে কাজের উদ্দেশে বাইসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হন রজব আলী। ভাইমারা খালের কাছে পৌঁছলে সামনের দিক থেকে আসা বালিভর্তি একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়। রজব আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।