আদমদীঘিতে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক দুটি জায়গায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় নশরৎপুর সড়কে ও বিকেল সাড়ে ৪টায় মুরইল পূর্ব বাজার এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নওগাঁ থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি প্রাইভেটকার এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কের আদমদীঘির মুরইল পূর্ব বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার চান্দাইলের অটোরিকশাচালক মো. আফজাল (৪৫) ও আদমদীঘির সান্তাহারের শহিদুল ইসলাম (৬৪) নিহত হন।
এ সময় আদমদীঘির শিবপুরের আলহেজ (৩৩), দিনাজপুরের সোহেল (৪০), দুপচাঁচিয়ার উনাহর সিংড়ার রাশেদুল ইসলামসহ (৩৪) পাঁচ যাত্রী আহত হন। আহতদের প্রথমে আদমদীঘি হাসপাতালে আনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি মনিরুল ইসলাম আরো জানান, দুপুর ২টায় মুরইল-নশরৎপুর সড়কের মুরইল বাজারের অদূরে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মুরইল শেরপুর গ্রামের শ্যামল সাহা (৫৪) ঘটনাস্থলেই নিহত হন এবং কোচকুড়ি গ্রামের আফজাল হোসেন (৬০) নামের এক যাত্রী আহত হয়েছেন।
আহত আফজাল হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।