নীলফামারীতে ৮১২টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

গত বছরের চেয়ে এবার বেশিসংখ্যক মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে নীলফামারী জেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে জেলার প্রতিমা শিল্পীরা পূজামণ্ডপে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনের শারদীয় উৎসব আয়োজনে দম ফেলার ফুরসত নেই প্রতিমা কারিগরদের।
নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্যমতে, প্রতিবছর ৮১২টি মণ্ডপে শারদীয় উৎসব আয়োজন চলছে। গত বছর এই সংখ্যা ছিল ৭৭টি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ৮১২টি মণ্ডপের মধ্যে নীলফামারী সদর উপজেলায় ২৬৮টি, ডোমার উপজেলায় ৯০টি, ডিমলা উপজেলায় ৭৭টি, জলঢাকা উপজেলায় ১৬০টি, কিশোরগঞ্জ উপজেলায় ১৩৬টি ও সৈয়দপুর উপজেলায় ৮১টি। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্যমতে, গত বছর জেলায় ৭৭৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন হয়েছিল। এর মধ্যে নীলফামারী সদর উপজেলায় ২৫৬টি, সৈয়দপুর উপজেলায় ৭৫টি, ডোমার উপজেলায় ৮৯টি, ডিমলায় ৭৭টি, জলঢাকা উপজেলায় ১৫২টি ও কিশোরগঞ্জ উপজেলায় মণ্ডপের সংখ্যা ছিল ১২৮টি।
পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি ও জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় সাংবাদিকদের জানান, এরই মধ্যে শারদীয় দুর্গোৎসব আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উৎসব নির্বিঘ্নে করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।