পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর প্রযুক্তি প্রশিক্ষণে ওয়ান স্কাই

দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এই আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড।
সম্প্রতি ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য সাইবার নিরাপত্তা, নেটওয়ার্কিং ও তথ্যপ্রযুক্তি বিষয়ক একাধিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ওয়ান স্কাই-এর আইটি উইং ওয়ান স্কাই ইনফরমেশন টেকনোলজির আয়োজনে সম্প্রতি ৫টি প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে সাইবার হামলা, নেটওয়ার্ক পেনেট্রেশন, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল ফরেনসিক বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। সেনাবাহিনী ও পুলিশের প্রশিক্ষণার্থীদের জন্য এ ধরনের ট্রেনিং ছিল সময়োপযোগী ও বাস্তবভিত্তিক।

ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন দীর্ঘদিন ধরেই তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কাজ করে আসছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দক্ষ করে তুলতে পারলেই আমরা একটি নিরাপদ ও স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো।
রাশেদুর রহমান বলেন, খুব শিগগিরই সাইবার প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিশেষায়িত কোর্স চালু করা হবে। এর মাধ্যমে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আরও আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করে দেশের সাইবার নিরাপত্তা জোরদার করতে পারবেন।
বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি প্রতিটি কোর্সের শেষে সার্টিফিকেট প্রদান এবং কর্মসংস্থান সহায়তা নিশ্চিত করায় ওয়ান স্কাই প্রশংসিত হচ্ছে দেশজুড়ে। ওয়ান স্কাই-এর এই কার্যক্রম ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজের সুযোগ সৃষ্টি করেছে।