মাথায় ইট দিয়ে আঘাত করে ৫০ হাজার টাকা ছিনতাই

বাগেরহাটের মোংলায় মাথায় ইট দিয়ে আঘাত করে ৫০ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে এক দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।
স্কয়ার ও মেডিপ্লাস কোম্পানির স্থানীয় ডিস্ট্রিবিউটর মেসার্স তরিকা এন্টারপ্রাইজের মালিক মো. আবদুল হাই জানান, মাদ্রাসা রোডের মাদানি মসজিদ সংলগ্ন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক অজিত কুমার বণিক বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য অফিস থেকে বের হচ্ছিলেন। এ সময় মুখোশ পরা এক দুর্বৃত্ত অফিসে ঢুকেই ব্যবস্থাপকের মাথায় একটি ইট দিয়ে আঘাত করে। এতে তিনি চেয়ার থেকে নিচে পড়ে যান। এই সুযোগে টেবিলের ওপর থাকা ৫০ হাজার টাকা নিয়ে মুখোশধারী মাদানি মসজিদের পাশের গলি দিয়ে পিছনের নদীর দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজিতকে আহতাবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী আবদুল হাই।
এদিকে দিনে দুপুরে অফিসে ঢুকে হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।
মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এটিএসআই সন্তোষ কুমার মণ্ডলকে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।