দিনাজপুরে ইজিবাইকচালকের লাশ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেজাই মোড়ে ইজিবাইক-চালক পরিমল চন্দ্র বর্মণের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পরিমলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত পরিমল ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের নবগ্রামের বাসিন্দা। পরিমলের বাবা অমল চন্দ্র ছেলের লাশ শনাক্ত করেন। পরিমল যে ইজিবাইকটি চালাত তা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে তিনি জানান। তিনি আরো জানান, গতকাল ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আর ফিরে আসেননি পরিমল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহতের লাশ সকাল ১০টায় ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবিউল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় পরিমল চন্দ্র বর্মণ বাড়িতে ফেরার পথে রাস্তায় আটক করে হত্যা করতে পারে। তবে কারা হত্যা করেছে তদন্ত না করা পর্যন্ত কিছুই বলা যাবে না।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।