গাংনীতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া সেতুর ওপর থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বোমাসদৃশ বস্তু দুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করা হয়।
জানতে চাইলে গাংনী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজর আলী জানান, এলাকায় ভীতি সৃষ্টি করার লক্ষ্যে দুষ্কৃতকারীরা এগুলো রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে চিহ্নিত কিংবা আটক করা যায়নি।