যশোর যাওয়ার পথে লাশ হলেন বাবা-মেয়ে

যশোরের অভয়নগর থানার সিঙ্গিয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ইনসান আলী হাওলাদার (৫২) ও তাঁর মেয়ে ফারজানা সুমি (১৯)। তাঁদের বাড়ি খুলনা সিটি করপোরেশন এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মেয়ে সুমিকে নিয়ে খুলনা থেকে যশোর যাচ্ছিলেন ইনসান আলী। পথে সিঙ্গিয়া এলাকায় বিপরীতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে অভয়নগর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।
জানতে চাইলে অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্ত না করতে পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।