গাংনীতে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা পরিষদে ফলাফল ঘোষণা কেন্দ্রে ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে জীবন হোসেন (২২) ও কাকন মিয়াকে (২৩) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) ও দেলোয়ার হোসেন মিঠুর (তালা) ফলাফলে সামান্যতম ভোটের ব্যবধান রয়েছে। রাত সাড়ে ১০টার দিকে ৮৩ কেন্দ্রের ফলাফলে রাশেদুল ইসলাম জুয়েলকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় দুটি কেন্দ্রের ফলাফল পুনরায় গণনার দাবি জানিয়ে বিক্ষোভ করেন মিঠুর সমর্থকরা। তাঁরা শহীদ মিনারে বিক্ষোভ করেন।
অপরদিকে জুয়েলের সমর্থকরা বিজয়ী মিছিল করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী ফলাফল ঘোষণা কেন্দ্রে ভাঙচুর চালান উত্তেজিত নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে বিজিবি ও পুলিশ সদস্যরা তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে অবস্থান করছি। প্রয়োজনীয় ফোর্স রয়েছে। এখন পরিস্থিতি শান্ত।’