ইটিভি নিয়ে হাইকোর্টের রুল

কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সম্প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।
আদেশে আগামী তিন সপ্তাহের মধ্যে তথ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবসহ ১৭ জনকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইটিভির পক্ষে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এসব নির্দেশনা দেওয়া হয়। ইটিভির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক।