শিক্ষক হওয়া হলো না বাছিরের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাছির আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা। তিনি আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
আশুগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, ঢাকাগামী মহানগর ট্রেনটি আশুগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার সময় গতি কম ছিল। এ সময় ট্র্রেন থেকে যাত্রীরা নামতে থাকে। বাছির নামার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি চলে যাওয়ার পর বাছিরের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করেন যাত্রীরা।
রেলওয়ে পুলিশ (জিআরপি) এসে বাছিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান স্টেশন মাস্টার।
বাছিরের চাচা হাবিবুর রহমান জানান, সকালে বাছির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যান। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাছিরের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না।
বাছির এক বছর আগে বিয়ে করেন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা বলে জানান চাচা হাবিবুর রহমান।