নৌকার সাংসদ প্রচার চালাচ্ছেন ঘোড়ার পক্ষে

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা সরোয়ার আজ সোমবার দুপুর আড়াইটার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংসদ সদস্য ও তাঁর ছেলের বিরুদ্ধে এ অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, সাংসদ নারায়ণ ঘোড়া প্রতীকের জন্য ভোটে প্রচারণা চালাতে চরমপন্থীদের ব্যবহার করছেন।
মোস্তফা সরোয়ার বলেন, সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ যশোরের একটি রেস্ট হাউসে ডুমুরিয়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের ডেকে বলেছেন, মোস্তফা সরোয়ারের নৌকা সেই নৌকা নয়। তিনি বিদ্রোহী প্রার্থী এজাজের ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করতে তাঁদের নির্দেশনা দিয়েছেন। এমনকি তিনি নৌকার পোলিং এজেন্ট হতেও বাধা দিচ্ছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা সরোয়ার জানান, বিগত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে যে সব প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া ছিল এবারও তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রী তাঁদের ফোন করে নৌকার বিরুদ্ধে ভোট করতে বলছেন।
সংবাদ সম্মেলনে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, হুমায়ুন কবীর বুলুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।