প্রশ্নপত্র নিয়ে প্রতারণার দায়ে একজনের জেল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/16/photo-1444997761.jpg)
নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির হোসেন (৩৫) নামে ওই ব্যক্তিকে জেলা শহরের আনন্দ বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে রাতে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জাকির কেন্দুয়া উপজেলা সদরের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-এ-আলম জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে পরীক্ষার্থী ও স্বজনদের কাছ থেকে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল জাকির। এ কারণে তাঁকে সাজা দেওয়া হয়েছে।