আত্রাইয়ে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য’ সন্দেহে আবুল হোসেন মাস্টার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবুল হোসেনের বাড়ি উপজেলার পাঁচপাকিয়া গ্রামে। তিনি জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশের দাবি, আবুল হোসেন জেএমবির সাবেক সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
নওগাঁর সহকারী পুলিশ সুপার (এএসপি) কানাইলাল সরকার বলেন, আবুল হোসেন মাস্টার দীর্ঘদিন থেকে বিভিন্ন মামলায় জামিনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করার জন্য একটি জঙ্গি গ্রুপকে সংগঠিত করছিলেন। এ ধরনের সংবাদের ভিত্তিতে আজ সকালে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরীর নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য নিজ বাড়ি থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করেন।
এএসপি আরো বলেন, আবুল হোসেন মাস্টার জেএমবির তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ২০০৪ সালে আত্রাই উপজেলা এলাকায় হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেন বলে পুলিশকে জানিয়েছেন।