সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশীদ আলম। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঝোপগাড়ি এলাকায় এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাতে ঝোপগাড়ি এলাকায় খুরশীদ আলমকে বহনকারী প্রাইভেটকারটিকে একটি ট্রাক পাশ থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের চালকসহ শিল্পী খুরশীদ আলমের সহযাত্রী খোকন নামে স্থানীয় এক ব্যবসায়ীও আহত হন। দুর্ঘটনার পরই খুরশীদ আলমসহ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শজিমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খুরশীদ আলমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বগুড়ায় জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গতকাল খুরশীদ আলমকে সম্মাননা প্রদান ও ভ্রাতৃত্ব মিলনমেলার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান শেষে রাত দেড়টার দিকে খুরশীদ আলম তাঁর পরিচিত ব্যবসায়ী খোকনের প্রাইভেটকারে করে শহরে যান। শহরে কাজ শেষে প্রাইভেটকারে করে তাঁরা হোটেলে ফিরছিলেন। এ সময় ঝোপগাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালক ও খোকনসহ খুরশীদ আলম গুরুতর আহত হন।
বগুড়া শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, রাত ৩টার পর স্থানীয় লোকজন খুরশীদ আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার পর তাঁকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
আজ শনিবার সকালে শজিমেক হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত কুমার সরকার খুরশীদ আলমের চিকিৎসা শুরু করেন। তিনি সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় খুরশীদ আলম মাথায় আঘাত পেয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় তাঁর কয়েকটি দাঁত ভেঙে গেছে।’
কণ্ঠশিল্পী খুরশীদ আলমের জন্ম ১৯৪৬ সালে। জয়পুরহাটের কালাই উপজেলায় পৈত্রিক নিবাস হলেও তাঁর বেড়ে ওঠা পুরান ঢাকার আলাউদ্দীন রোড এলাকায়। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় খুরশীদ আলম।