বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরিশাল নগরীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জাফর মিয়া (৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যবসায়ীর নাম জাফর মিয়া (৪০)। তিনি বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের সিলেট ফ্যাক্টরিসংলগ্ন এলাকার প্রয়াত আউয়াল মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাউনিয়া থানার নগরের পুল এলাকায় জাফরকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাঁকে।
মুঠোফোনে নিহতের ভাই জগলুল জানান, শেবাচিমের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মুমূর্ষু অবস্থায় শুক্রবার মধ্যরাতে ভাই জাফর মিয়াকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন তাঁরা। পথে ভোর ৫টার দিকে তাঁর ভাইয়ের মৃত্যু হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহাবুবুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি নিহতের বড় ভাইয়ের কাছ থেকে তিনি শুনেছেন।