সবাই পাবে স্মার্টকার্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/17/photo-1445085186.jpg)
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাবেদ আলী বলেছেন, ১৮ বছর পূর্ণ হয়েছে বা আগামী জানুয়ারি মাসে ১৮ বছর পূর্ণ হবে বাংলাদেশের এমন সব নাগরিক জাতীয় পরিচয়পত্র হিসেবে স্মার্টকার্ড পাবে। হিজড়াদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, নির্বাচন কমিশন কর্মকর্তা মিহির সারোয়ার, তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ শিরিন বেগম, নারীনেত্রী আঞ্জুমান আরা আকসির, প্রবীণ সাংবাদিক আবদুল খালেক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ প্রমুখ।
নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, একটি নির্ভুল, নিখুঁত ও সবার কাছে গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভা ও সিটি করপোরেশনের কাউন্সিলরদের দায়িত্ব হচ্ছে এ কাজে সাহায্য করা। নিজ নিজ এলাকার মৃত ব্যক্তিদের তালিকা দিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।
স্মার্টকার্ড পাওয়ার আগে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় আছে। স্মার্টকার্ড তৈরি করার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। প্রতিটি কার্ডে ৮০ টাকা খরচ হলেও নাগরিকদের কাছ থেকে কোনো টাকা বা ফি নেওয়া হবে না।