খুব শিগগির বিদেশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে : তথ্যমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/17/photo-1445104201.jpg)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ইতালি ও জাপানি নাগরিক হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়ার ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা আশা করছি, খুব শিগগির বিদেশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে।’
সুনামগঞ্জের হাওর উৎসব থেকে ঢাকায় ফেরার পথে শনিবার রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া সন্ত্রাস ও জঙ্গিবাদের নেত্রী। তিনি দেশে আন্দোলনের নামে আগুন-সন্ত্রাস চালিয়ে বহু মানুষকে হত্যা করেছেন। আন্দোলনে ব্যর্থ হয়ে বাসায় ফিরে গেছেন। তারপরও তাঁর ষড়যন্ত্র থামেনি। তিনি বিদেশ গিয়েও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, এই সরকারের আমলেই সব যুদ্ধাপরাধীর বিচার ও বিচারের রায় কার্যকর হবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘জেলা পর্যায়ে সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে অনিয়মের বিষয়টি আমাদের নলেজে রয়েছে। তৃণমূল পর্যায়ে ওয়েজ বোর্ড বাস্তবায়নে সাংবাদিকদের কঠোর অবস্থান নিতে হবে।’
এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জাসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান মুক্তাদিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
পরে জাসদের জেলা শাখার সভাপতি নির্মূল কুমার দাসের সভাপতিত্বে সার্কিট হাউস মিলনায়তনে এক সভায় মিলিত হন দলের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু।
এ সময় নেত্রকোনা সাংবাদিকদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক মুখলেছুর রহমান মুক্তাদির, জাসদের ঢাকা মহানগর উত্তর শাখার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, নেত্রকোনা জেলা জাসদের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. মতিউর রহমান ভূঁইয়া, সহসভাপতি মো. শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।