নীলফামারীতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট

নীলফামারীতে আজ রোববার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সড়ক থেকে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন, ইজিবাইক ও পাগলু চলাচল বন্ধের দাবিতে এবং সম্প্রতি দুই বাসচালককে নির্যাতন করে মামলা দেওয়ার প্রতিবাদে সকাল-সন্ধ্যা এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। এ ধর্মঘটে একাত্মতা প্রকাশ করেছে জেলার পাঁচটি সড়ক পরিবহন মালিক সমিতি ও দুটি শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে, ধর্মঘটের কারণে অনেকটাই অচল হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছে জেলার কর্মজীবী মানুষ। এর ফলে বেশি দুর্ভোগে পড়েছে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা।
বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন আজ সকালে জানান, সম্প্রতি ডিমলা উপজেলায় উল্লাস পরিবহনের চালককে ডিমলা এলাকায় নির্যাতন এবং ঠাকুরগাঁওয়ে মেহেরুন পরিবহনের চালককে নির্যাতন করে তাঁদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধে পাগলুসহ শ্যালো ইঞ্জিনচালিত যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। জেলা প্রশাসক একাধিকবার তা বন্ধের আশ্বাস দিলেও এখনো তা বন্ধ হয়নি।
আজকের ধর্মঘটের পর ব্যবস্থা নেওয়া না হলে পরে লাগাতার ধর্মঘটসহ আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এ সভাপতি।